**গল্প লেখার বিষয়**
#ব্যবসায়_কস্টের_বা_চ্যালেঞ্জের_অভিজ্ঞতা
অক্টোবর মাস পুরোটাই #উদ্যোক্তার_গল্প_by_Ready_eShop কন্টেস্ট হিসেবে ঘোষণা করা হচ্ছে।
**কনটেস্টের নিয়মাবলী**
১। একজন সর্বোচ্চ একটি গল্পের পোস্ট আমাদের https://www.facebook.com/groups/readyeshop/ এই গ্রুপে পোস্ট করতে পারবেন!! একজন থেকে একটির বেশি গল্প গ্রহণ করা হবেনা। আপনি ৩১ অক্টোবর ২০২১ তারিখ এর মধ্যে গল্পের পোস্ট আপলোড দিতে পারবেন ।
২। প্রতিযোগিতার জন্য সাবমিট করা গল্পের শুরুতে উপযুক্ত গল্পের বিষয় সহ বাধ্যতামূলক দুইটি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবেঃ
#উদ্যোগক্তার_গল্প #Ready_eShop
৩। আপনার গল্প https://www.facebook.com/groups/readyeshop/ এই গ্রুপে পোস্ট করে এপ্রুভ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে Ready eShop এর পেজ এ ইনবক্স করতে হবে।
৪। কোন প্রকার কালেক্টেড গল্প বা একই রকম গল্প প্রতিযোগিতায় বিবেচনাধীন হবে না এবং প্রতিযোগীকে অবশ্যই উদ্যোগক্তা হতে হবে!!
ফেসবুক এলগরিদম বা অন্য যে কোন কারণে আপনার পোস্টটি রিচ নাও হতে পারে!! সেক্ষেত্রে আপনার পোস্ট টি https://www.facebook.com/groups/readyeshop/ এই গ্রুপে সাবমিট হওয়া মাত্র সেটা আপনার প্রোফাইলে শেয়ার করা এবং আপনার বন্ধু বান্ধবদের ট্যাগ করার মাধ্যমে লাইকের বা রিয়েকশনের সংখ্যা বাড়াতে পারবেন!!
**নির্বাচন প্রক্রিয়া**
মেম্বাররা পোস্টের নিচে কমেন্ট করে “১০ এর মাঝে” মার্কিং করতে পারেন গল্পটিতে!! সর্বোচ্চ রিয়েক্ট পাওয়া গল্প লাইক আর মেম্বারদের মার্কিং থেকে ৪০% এবং সৃজনশীল দিক থেকে ৬০% নম্বর দিয়ে আমরা সময় শেষে ১০ টি গল্পকে বিজয়ী ঘোষণা করবো!! উল্লেখ্য, ৩১ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত আপনার পোস্টে কতগুলা রিয়েকশন আসছে সেটা আমরা দেখবো।
**পুরস্কার**
সকল গল্প হতে বাছাইকৃত সেরা গল্পটি পাবে বিশেষ আকর্ষনীয় পুরস্কার! সাথে আরো ২ জন বিজয়ী পাবেন ক্রেস্ট। বিজয়ী ৩টি সহ সেরা ১০টি গল্প প্রকাশিত হবে Ready eShop Blog এ। সকল প্রকাশিত গল্পের লেখক/লেখিকা পাবেন সম্মানী।
বিজয়ীদের আমাদের অফিসে এনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।
সর্বোপরি আমরা চাই আপনি আপনার সেরা গল্পটি প্রতিযোগিতার জন্য সাবমিট করুন!!।
প্রতিযোগিতার পোস্টের নিচে লাইক কমেন্ট দিয়ে সবচেয়ে এক্টিভ থাকা দুজন কেও পুরস্কৃত করা হবে!! মানে হচ্ছে, যে সকল মেম্বার প্রতিযোগীতার সব গুলো ছবিতে কমেন্ট অর্থাৎ মার্কিং করে এক্টিভ থাকবে তাদের মাঝে দুজন কে গিফট দেওয়া হবে!!
প্রোতিযোগিতা চলাকালীন সাধারণ পোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
যে কোন প্রয়োজনে আমাদের পেইজে Ready eShop INBOX করতে পারেন।