বর্তমানে চাকরির চেয়ে ব্যবসার গুরত্ব দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সঠিক ভাবে ব্যবসা পরিচালনা না করলে, সফলতা পাওয়া কল্পনা ছাড়া আর কিছুই নয়। যেহেতু এখন প্রযুক্তির যুগ তাই অফলাইনের চেয়ে অনলাইনের গুরত্ব ক্রমে ক্রমে বেড়েই চলেছে।

আপনি যদি ছোট একটি ব্যবসা করবেন ভেবে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কের্টিং এর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রাখতে হবে। কারন বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জনপ্রিয় হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা (Benefits of Social Media Marketing)

1. সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সবথেকে বড় সুবিধা হলো আপনি বিনামূল্যেই একটি পেজ তৈরি করতে পারেন, এছাড়া আপনি যদি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের দ্বারাও মার্কেটিং করতে চান তাহলে টিভি, সংবাদপত্র এর তুলনায় অনেক কম খরচ করে করতে পারেন।

2. বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু প্রোমোটে বা প্রচার করা সবথেকে ভালো প্লাটফর্ম, যার ফলে আপনি আপনার ব্যবসায় খুব দ্রুত ফলাফল পেতে পারেন। সেই কারণে ডিজিটাল যুগে গতানুগতিক মার্কেটিং এর পরিবর্তে সোশ্যাল মিডিয়া মার্কেটিং খুব জনপ্রিয় হয়ে উঠছে।

মার্কেটিং এর জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে যে সুবিধা গুলি পেতে পারেন তা নিম্নে আলোচনা করা হলো –

ব্র্যান্ড সচেতনতা –

আপনি যদি আপনার ব্র্যান্ড বা পণ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে চান, তাহলে আপনার জন্য সোশ্যাল মিডিয়ার চেয়ে ভাল জায়গা হতে পারে না। এখানে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের সাথে সরাসরি interact করতে পারেন এবং তাদের আপনার ব্যবসা সম্পর্কে বলতে পারেন।

কম খরচ –

সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাধরণত গতানুগতিক বিজ্ঞাপন যেমন – টিভি বিজ্ঞাপন , খবরের কাগজ , বিলবোর্ডের তুলনায় অনেক কম খরচে হয়ে থাকে এমনকি আপনি ন্যূনতম ৫০০ টাকা থেকেও শুরু করতে পারেন।

টার্গেটেড অডিয়েন্স –

সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের সব থেকে ভালো দিক হচ্ছে আপনি চাইলে শুধু আপনার Targeted audience দেড় বিজ্ঞাপন প্রদশন করতে পারেন যার ফলে conversion বা প্রোডাক্ট কেনার হার অনেকটাই বেড়ে যায়।

গ্রাহকদের সাথে সম্পর্ক গড়ে তোলে –

যদি আপনার মনে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুধুমাত্র কোনো প্রোডাক্ট প্রচার বা বিক্রি করার জন্য তাহলে বিষয়টিকে একটু অন্যভাবে ভাবুন। বড় কোম্পনির ব্র্যান্ডগুলি গ্রাহকদের স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে তাদের সোশ্যাল মিডিয়া শ্রোতাদের সাথে সংযুক্ত এবং জড়িত হয় ।

উদাহরণ হিসেবে বলা যায় – যখন কোনো কোম্পানি সোশ্যাল নেটওয়ার্কে কিছু শেয়ার করে, সেখানে কোনো গ্রাহক কমেন্ট এর মাধ্যমে কোন মন্তব্য বা প্রশ্ন রাখলে তাদের সাড়া দেয় তাদের প্রয়োজনীয় সহায়তা করে থাকে।

এই ভাবে পণ্য বা পরিষেবা বিক্রি করার পরিবর্তে, আপনি কেবল আপনার সোশ্যাল মিডিয়া অনুসারীদের আপনার প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন করতে পারেন বা এমন কিছু ভাগ করতে পারেন যা আপনার গ্রাহকদের জীবনকে সহজ করে তুলতে পারে। এই ভাবেই গ্রাহকের মধ্যে কোম্পানি গুলোর প্রতি বিশ্বাস ও সুসম্পর্ক তৈরি হয় যা পরবর্তীকালে সেল বাড়াতে করতে সহায়তা করে।

ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি –

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার সবচেয়ে বড় সুবিধা হল আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট বা ব্লগের জন্য ভালো পরিমাণে ট্রাফিক পেতে পারেন। যদি একবার সোশ্যাল মিডিয়ায় আপনার শ্রোতা অনেক হয়ে যায়, তাহলে আপনি এটি থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং আজকাল অনেক ব্লগারও এটি করেন।

সর্বপরি বলতে পারি বর্তমানে ব্যবসার ক্ষেত্রে সোসাল মিডিয়া ভূমিকা অপরিসীম। আপনার ব্যবসা বড় হোক কিংবা ছোট হোক আপনাকে অবশ্যই সোসাল মিডিয়ার জন্য বাজেট রাখতেই হবে । আপনি যদি একজন সফল ব্যবসায়ি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনাকে সোশ্যাল মিডিয়া গুরুত্ব দিতে হবে।

Author: Hasan al Bannah (Content Writer Team Ready eShop)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here