বর্তমান সময়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অনলাইন এবং অফলাইনে উপস্থিতি সমানভাবে গুরুত্বপূর্ণ। আবার কোন কোন ক্ষেত্রে অনলাইন বেশি গুরুত্বপূর্ণ। তাই বলাই বাহুল্ল্য অনলাইন এর ভুমিকা ক্রমবর্ধ্মান। যে কারনে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ব্যবসা ই-কমার্স। সঠিক ভাবে ই-কমার্স বানিজ্যে ডোমেইন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ই-বানিজ্য পরিচালনা এবং মুনাফা অর্জনে সঠিক ডোমেইন থাকাটা জরুরি, কেননা ব্র্যান্ডিং মার্কেটিং এবং প্রচারনায় ব্যবসার নাম তথা ডোমেইন গুরুত্বপূর্ণ। প্রযুক্তি কাজে লাগিয়ে ই-কমার্স ব্যবসায় সফল হতে চাইলে ডোমেইনকে খুব গুরুত্ব দিতে হবে।

অনেক রকম ডোমেইন এক্সটেনশন থাকলেও ডট কম (.com) এক্সটেনশনযুক্ত ডোমেইন নিজের স্থান সুপ্রতিষ্ঠিত করেছে। (.net), (.org), (.info) ইত্যাদি আগে থাকলেও বর্তমানে নতুন নতুন এক্সটেনশন দিয়ে ডোমেইন পাওয়া যাচ্ছে। যেমন, ডট শপ (.shop), ডট মার্কেট (.market), ডট প্রডাক্ট (.product), ডট সার্ভিস (.service) প্রভৃতি। এসব এক্সটেনশন ব্যবসায়ের সাথে খুবই রিলেটেড হলেও জনপ্রিয়তায় বা গ্রহণযোগ্যতায় ডটকমকে ছাড়িয়ে যেতে পারছে না। নেটিজেনরা .com এক্সটেনশন ব্যবহারে চরমভাবে অভ্যস্ত হয়ে পড়েছে। তাই আপনাকে এই প্রবণতা বিবেচনায় নিতে হবে।

ব্যবসায় ব্র্যান্ড প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের অবস্থান ইউনিক করতে হয়। যেমন, Bata বা Apex অথবা Pran Group বিশ্বব্যাপী অনন্য ব্র্যান্ড। ডোমেইন কালচারে শুরু থেকেই নিয়ম রয়েছে বিশ্বজুড়ে শতকোটি নামের ভিতরে আপনার নামটি হতে হবে অনন্য। অর্থাৎ একটি নাম নেয়া হয়ে গেলে দ্বিতীয় কেউ তা নিতে পারবে না।

এখন এই সুযোগ কাজে লাগিয়ে আপনি ব্র্যান্ডিংয়ে এগিয়ে থাকতে পারেন। অত্যন্ত মানানসই একটি ডোমেইন নির্বাচন করতে পারলে আপনি অল্প সময়ে ব্র্যান্ড প্রতিষ্ঠায় এগিয়ে থাকতে পারবেন। সঠিক এবং কার্যকর ডোমেইন নির্বাচনের কিছু কৌশল নিচে উল্লেখ করা হলো:

১. ডোমেইন এক্সটেনশন অবশ্যই ডটকম (.com) রাখার চেষ্টা

অনলাইন ভিজিটররা সচেতন বা অবচেতনভাবেই ডটকম এক্সটেনশনে অভ্যস্ত হয়ে পড়েছেন। যেমন ব্র্যান্ডের নাম যদি হয় Ready eShop, একজন অনলাইন ভিজিটর প্রথমে ধারণা করে নেবেন ওয়েব এড্রেস হবে readyeshop.com। ডটকম দিয়ে ডোমেইন খালি না পেলে আপনি যদি info বা net দেন তাহলে পিছিয়ে পড়বেন। কখনোই ডটকমের অগ্রসর সুবিধা নিতে পারবেন না। তাই ডোমেইন খালি না পেলে, ব্যবসাটি নতুন হলে এমন Brand Name ঠিক করুন যার Domain ডটকম (.com) দিয়ে খালি আছে।

২. ডোমেইন নাম ছোট ও সহজে উচ্চারণযোগ্য রাখুন

ব্র্যান্ড এবং ডোমেইন সঠিক রাখতে নামটি ছোট রাখুন। এর উচ্চারণ যেন সহজ ও মনে রাখার মত হয়। বানান যেন জটিল না হয়।

৩. নামটি Non-English হতে পারে

আপনার ব্যবসায়ের টার্গেট গ্রুপ যদি স্থানীয় হয়ে থাকে তাহলে স্থানীয় ভাষা অর্থাৎ বাংলা ভাষায় নামটি নিতে পারেন। যেমন আপনি ভাজি ভর্তা বিক্রির ই-কমার্স চালু করতে চান। সে ক্ষেত্রে ডোমেইন হতে পারে ভাজিভর্তা ডট কম। Non-English ডোমেইনের সুবিধা হল এমন Domain ডট কম (.com) এক্সটেনশন দিয়ে সহজে পাওয়া যায়।

৪. ডোমেইনে সংখ্যা ও হাইফেন ব্যবহার করবেন না

সহজ শব্দ দিয়ে ডোমেইন নির্বাচন করা বুদ্ধিমানের কাজ। অনেক সময় গ্রামার ঠিক রাখতে হাইফেন দরকার পড়ে অথবা নাম্বার ব্যবহারের প্রয়োজন হয়। কিন্তু এ ধরনের চিহ্ন বা সংখ্যা ব্যবহার করলে ভিজিটরের জন্য কনফিউশন তৈরি হয়। তাই ডোমেইন নামের বানানে জটিলতা এড়াতে হবে।

৫. ডোমেইন নামের মধ্যে কিওয়ার্ড রাখা

ই-কমার্স সাইটকে প্রমোট করার জন্য কীওয়ার্ডস ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। পুরো ওয়েবসাইটে সব রকম কনটেন্টে কীওয়ার্ডস স্থাপন একটি জরুরী কাজ। ডোমেইন ঠিকানার মধ্যে চমৎকার কীওয়ার্ডস যুক্ত রাখলে সার্চ ইঞ্জিনে অনেক এগিয়ে থাকা যায়। যদি সম্ভব হয় এই সুযোগটি কাজে লাগান।

৬. নামের পেটেন্ট নিবন্ধন করে রাখা

সারা পৃথিবীতে প্যাটেন্ট খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এটি এখনও যথেষ্ট গুরুত্ব পায়নি। অথচ অনেক বিনিয়োগ ও পরিশ্রমের পর একটি ব্র্যান্ড নেইম এই দুর্বলতার কারণে হাতছাড়া হয়ে যেতে পারে। তাই শুরুতেই নামের পেটেন্ট রেজিস্ট্রি করে নেয়া উচিত।

ই-কমার্স যেহেতু ডোমেইন ও ওয়েবসাইট নির্ভর তাই ওয়েবসাইটের কারিগরি শক্তির পাশাপাশি ডোমেইন হতে হবে মানানসই। এটি সঠিকভাবে করলে ব্র্যান্ড প্রতিষ্ঠায় আপনি এগিয়ে থাকতে পারবেন। এখানে খরচ খুব সামান্য হলেও সময়ের ব্যবধানে এতে অনেক বেশি মূল্য সংযোজিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here